Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get what service

কী সেবা কীভাবে পাবেন

রাজশাহী  জেলায় স্থাপিত বিভিন্ন শ্রেণীর (যেমন প্রজনন, ভিত্তি ও প্রত্যায়িত) বীজ প্লটের মাঠ প্রত্যয়ন ও সার্টিফিকেশন ট্যাগ প্রাপ্তির জন্য স্কীম প্রতি ২০০ টাকা ১-৪৩৩৮-০০০০-২০১৭ কোডে ট্রেজারী চালানে জমা দিয়ে শুধুমাত্র জাতীয় বীজ বোর্ড কর্তৃক নিবন্ধিত বীজ ডিলারকে নির্ধারিত ফরমে জেলা বীজ প্রত্যয়ন অফিসার বরাবর আবেদন করতে হবে।বীজ প্রত্যয়ন অফিসার মাঠ ভ্রমণ করবেন এবং মাঠ মান সঠিক হলে মাঠ প্রত্যয়ন করবেন। উৎপাদনকারী ডিলার প্রত্যয়ন মোতাবেক বীজ সংগ্রহ করে লট সাজাবেন। পরবর্তী মৌসুমের আগে ডিলার লট প্রতি ৬০/- পূর্বোল্লিখিত ১-৪৩৩৮-০০০০-২০১৭ কোডে ট্রেজারী চালানে জমা দিয়ে লট অফার করে আবেদন করলে উক্ত বীজের লট হতে নমুনা সংগ্রহ অফিসার নির্ধারিত নিয়মে নমুনা সংগ্রহ করবেন এবং নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠাবেন। সন্তোষজনক ফলাফল (বীজমান অনুসারে)পাওয়া গেলে নির্দিষ্ট পরিমাণ বীজের (যেমন ১০কেজি/২কেজি) বিপরীতে একটি করে প্রত্যয়ন ট্যাগ প্রদান করা হবে। এই ট্যাগ বীজ প্যাকেটের সাথে আটকানো থাকবে যাহা বীজ মানের নিশ্চয়তা প্রদান করে।ইতোপূর্বে উৎপাদনকারী/সেবাগ্রহনকারীকে ট্যাগ প্রতি ২০ পয়সা হারে ১-৪৩৩৮-০০০০-২৬৮১ কোডে ট্রেজারী চালানে জমা দিতে হবে।