Wellcome to National Portal
Main Comtent Skiped

Services

 

ক্রমিক নং

প্রতিশ্রুত / কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান

সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ( বীজ ফসলের মাঠ প্রত্যয়নের জন্য আবেদনের শেষ সময়:)

আউশ-৩০ এপ্রিল,
আমন-৩০ জুন,
বোরো-৩১ ডিসেম্বর
গম-১৫ নভেম্বর এবং পাট, মেস্তা ও কেনাফ-১৫ এপ্রিল,
নাবী পাট, মেস্তা ও কেনাফ - ৩১ জুলাই,
আলু-৩১ অক্টোবর, আখ-৩১ ডিসেম্বর।
জাত ছাড়করণের উদ্দেশ্যে প্রার্থীত জাতের Distinctness Uniformity & Stability (DUS) এর জন্য নিধৃারিত সময়ের মধ্যে নমুনা প্রেরণ
(নমুনা প্রেরণের শেষ সময়সীমা)

আউশ-ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহ
আমন-মে মাসের ২য় সপ্তাহ
বোরো- অক্টোবর মাসের ১ম সপ্তাহ
গম- অক্টোবর মাসের ১ম সপ্তাহ
আলু- অক্টোবর মাসের ২য় সপ্তাহ
পাট-১৫ জানুয়ারির মধ্যে (দেশী)
১৫ ফেব্রুয়ারির মধ্যে (তোষা)

৪.

আবেদনকারীর যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান